Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
স্থানীয় জন প্রতিনিধি ও গণ্যমান্যদের সাথে বৈঠক করেন সড়ক ও জনপথ বিভাগ।
বিস্তারিত

বর্তমান সরকার চট্টগ্রাম হইতে কক্সবাজারের সড়ক পথে দ্রুত যোগাযোগের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তার মধ্যে দোহাজারী হইতে কক্সবাজার রেলপথ অন্যতম। তবে সওজ কর্তৃক আজ স্থানীয় ইউনিয়ন পরিষদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক বৈঠক করেন। সমগ্র বাংলাদেশের সাথে কক্সবাজারের সাথে সল্প সময়ে দ্রুত যোগাযোগের জন্য ৪ লেনের রাস্তা নির্মাণ করার লক্ষে সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নের কথা জানান সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মাসুম মুজিব। তিনি বলে ৪ লেনের রাস্তা নির্মাণ করা হলে এই জনপদের সামাগ্রীক পেক্ষাপট বদলে যাবে। সম্ভাব্যতা ও নকশা প্রণয়নের পর ভূমি অধিগ্রহণের কাজ করবে সরকার। খসড়া নকশা দেখে জানতে পারলাম কক্সবাজার- খুরুশকূল তেতৈয়া হয়ে চৌফলদন্ডী সেতু। চৌফলদন্ডী সেতু হইতে দক্ষিণ পাড়া হয়ে চৌফলদন্ডী বিল দিয়ে সোজা পোকখালী নাইক্ষ্যংদিয়া অতিক্রান্ত করবে। এই ভাবে বদরখালী ঈতমণি নাম স্থানে পৌছাবে ৪ লেনের রাস্তা। এই সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, ইউপি সদস্য উচাছিং রাখাইন, এস.এম রুহুল আলম দানু, ইউপি সচিব মিলাথোইন রাখাইন, গণ্যমান্য ব্যক্তি ফরিদুল আলম, আইয়ুব আলী মেম্বার, রফিকুল ইসলাম, আনোয়ার কামাল ভুলু, শফিউল আলমসহ সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান জনাব মাসুম মুজিব, সওজের সিও জনাব কামরুল আহসান উপস্থিত ছিলেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
27/06/2018
আর্কাইভ তারিখ
31/07/2018