Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জাতীয় শোক দিবস/২০১৭ উপলক্ষে জামে মসজিদ/মন্দির ইত্যাদি ধর্মীয় উপসনালয়ে দোয়া পরবর্তী মুনাজাত পরিচালনা করা প্রসঙ্গে।
বিস্তারিত

প্রাপক,
খতিব/ইমাম/পুরোহিত (সকল)
চৌফলদন্ডী ইউনিয়ন
সদর, কক্সবাজার।

বিষয়ঃ জাতীয় শোক দিবস/২০১৭ উপলক্ষে জামে মসজিদ/মন্দির ইত্যাদি ধর্মীয় উপসনালয়ে দোয়া পরবর্তী মুনাজাত পরিচালনা করা প্রসঙ্গে।


    উপর্যুক্ত বিষয়ের আলোকে আপনাকে জানাইতেছি যে, আগামীয় ১৫/০৮/২০১৭ইং তারিখ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস/২০১৭ইং উদ্যাপন করার জন্য সরকারী নির্দেশনা রহিয়াছে। তাই ঐ তারিখ জুহুরের নামাজ পরবর্তী মসজিদে সকল মুসল্লীদে উপস্থিতিতে বিভিন্ন গুরুত্বপুর্ন সুরা পাঠান্তে মুনাজাত ও দোয়া এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও ঐ তারিখ একই সময়ে তাহাদের ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থণা করার জন্য অনুরোধ করা হইল।
ইহা অতীব জরুরী মনে করিবেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
08/02/2018
আর্কাইভ তারিখ
15/08/2017