রাখাইন ভাষা চৌ শব্দ থেকে চৌফলদন্ডী উৎপুত্তি। রাখাইন ভাষায় চৌ শব্দের অর্থ চর। এক সময় চৌফলদন্ডী ইউনিয়নের চার পার্শ্বে চর ছিল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতনগরী কক্সবাজার শহর থেকে প্রায় ০৮ কিলোমিটার উত্তর-পূর্বে চৌফলদন্ডী ইউনিয়ন অবস্থিত। মুসলিম হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায় নিয়ে এক অভূত মিলনে চৌফলদন্ডী ইউনিয়ন শান্তিতে অদ্বিতীয়।
ইউনিয়নের নাম : ৬নং চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ।
দায়িত্বরত চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান
ডবকঘর- চৌফলদন্ডী-৪৭০২
ইউনিয়ন পরিষদ ভবন ০১টি (পুরাতন ১৯৯১)
নব গঠিত পরিষদের বিবরণ ১) শপথ গ্রহণের তারিখ: ০৩/০১/২০২২খ্রি.
২) প্রথম সভার তারিখ: ১০/০১/২০২২খ্রি.
৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ: ০৯/০১/২০২৭খ্রি.
আয়তন : ১৪.৭১ (বর্গ কি.মি.) বা ৩৬৩৬একর
জনসংখ্যা : ৩২,৩৫৪জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)
পুরুষ: ১৬,৭০৯ জন, মহিলা: ১৫,৬৪৫ জন।
খানা সংখ্যা : ৬২২০ প্রায়
ভৌগলিক অবস্থান ২১*৩১.৫′ উত্তর৯২*১′ পূর্ব
গ্রামের সংখ্যা ৩৬টি
মুক্তিযোদ্ধা ৫ জন
মৌজা: চৌফলদন্ডী, সংখ্যা : ১ টি (জেএল নং- ১১)
ইউনিয়ন ডিজিটাল সেন্টার ১টি।
ইউনিয়ন পরিষদ জনবল ১) নির্বাচিত পরিষদ - ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব- ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ- ১০ জন।
৪) উদ্যোক্তা- ২ জন।
প্রধান পেশা কৃষি ও জেলে।
ঐতিহাসিক/পর্যটন স্থান চৌফলদন্ডী সেতু, খান সাহেব বাড়ী, বিসিক (লবন শিল্প), চৌফলদন্ডী বিল, মহেশখালী চ্যানেল।
ধর্মীয় প্রতিষ্ঠান
মসজিদ ৪২টি
মাজার ১ টি।
মন্দির ০৭টি
বৌদ্ধবিহার ০৪টি
শিক্ষা প্রতিষ্ঠান
স্বাক্ষরতার হার ২৭.০৪%
সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৯টি
উচ্চ বিদ্যালয় ২টি
নিন্ম মাধ্যমিক ২টি
কিন্ডার গার্ডেন ১টি
মাদ্রাসা(দাখিল) ০২টি
এবতেদায়ী মাদ্রাসা ০১টি
কওমি মাদ্রাসা ০১টি
নূরানী মাদ্রাসা- ১১টি
খেলার মাঠ ২টি।
অন্যান্য প্রতিষ্ঠান
ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ০১টি
কমিউনিটি ক্লিনিক ০৪টি
হাট-বাজার সংখ্যা : ৪ টি। ইজারা যোগ্য- ১টি।
চান্দিনা ভূমি- :১ একর (প্রায়)
মোবাইল টাওয়ার ৬টি।
দূযোর্গকালীন আশ্রয়কেন্দ্র ০৭টি
পুকুর ২৮টি
পুকুর সরকারী ০১টি
কবর স্থান ১৪টি
হিন্দু শ্মশান ০৩টি
বৌদ্ধ শ্মশান ০২টি
পাহাড় ০৮টি
যোগাযোগ
উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম : সিএনজি/রিক্সা
সিএনজি স্টেশান ২টি
চৌফলদন্ডী-খুরুশকুল সংযোগ সেতু ০১টি
জেটি ০১টি
কালভার্ট (প্রধান সড়কে) ১১টি
কালভার্ট (পল্লী রাস্তায়) ২৫ টি
বেড়ীবাধ ০১ টি
স্লুইচ গেইট ০৪ টি
স্লুইচ গেইট (বিএডিসি) ০১টি
পল্লী রাস্তা ৬৫টি
প্রধান সড়ক (সড়ক ও জনপদ) ০১ টি - ০৮ কি.মি.
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
গ্রামীন ব্যাংক ১টি।
এনজিও ৩টি।
সমবায় সমিতি লি. ৯টি।
কৃষি ও মৎস্য
আবাদি জমি ২৬৫০ একর
লবণ মাঠ ১৯০০ একর প্রায়
চিংড়ি ঘের ২০টি।
খাল ১৭টি।
প্যারাবন ৩টি।
মৎস্য অবতরন কেন্দ্র ২টি
খেয়া ঘাট ১টি।
উপকারভোগী
বয়স্ক বিধবাভোগী ৭৩৩ জন।
বিধবা ভাতাভোগী ১৯৯ জন।
প্রতিবন্ধী ভাতাভোগী ১৭১ জন।
ভিজিডি উপকারভোগী ১৩৭জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস