Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চৌফলদন্ডী সেতু উদ্ভোধন করবেন।
Details

আগামী ০৩/০৯/২০১৩ ইং তারিখ মাননীয় প্রধানমন্ত্রী চৌফলদন্ডী সেতু উদ্ভোধন করবেন।১৮ কিলোমিটার দীর্ঘ খুরুশকুল-চৌফলদন্ডী-ঈদগাও সড়কটি একটি জেলা সড়ক। পর্যটন শহর কক্সবাজারের অত্যন্ত নিকটে হওয়ার সত্বেও এ সড়কে ৯ম কিলোমিটারে চৌফলদন্ডী চ্যানেলের উপর একটি সেতুর অভাবে অতিরিক্ত ২২ কিলোমিটার পথ ঘুরে জনসাধারণকে কক্সবাজার পৌছাতে হত। ফলে এ চ্যানেলের উপর একটি সেতু নির্মাণ ছিল জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা। বিগত ২০০৪ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ৬টি পিলার ও ১টি এ্যাবাটম্যান্ট সেতুর নির্মাণ কাজ বন্দ হয়ে যায়। বর্তমান সরকার এই অঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণে ২০১০ সালে সেতুটির নির্মাণ কাজ শেষ করার উদ্যোগ নতুনভাবে গ্রহণ করে। কক্সবাজার শহর হতে মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত এই সেতু নির্মাণের ফলে পর্যটন সুবিধা আরও বিস্তৃত হবে এবং সারাদেশসহ এই অঞ্চলের মানুষের কক্সবাজার যাতায়ত সহজতর ও সংক্ষিপ্ত হবে। এছাড়া এই অঞ্চলের উৎপাদিতলবণ এবং সামদ্রিক মাছ পরিবহন ও বাজারজাতকরণে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবোর্পরি সেতুটি এই অঞ্চলের জীবন মান উন্নয়নের পাশাপাশি পর্যটন নগরী কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখবে।

Attachments
Image
Publish Date
01/09/2013