Title
প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় চৌফলদন্ডী ইউনিয়ন প্লাবিত।
Details
টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় চৌফলদন্ডী ইউনিয়নের অধিকাংশ গ্রাম পানিতে তলিয়ে গেছে। ইউনিয়নের দক্ষিণ পাড়া, রাখাইন পাড়া, হিন্দু পাড়া, নাপিত পাড়া, নতুন মহাল, খামার পাড়া, সিকদার পাড়া, পুকুরিয়া ঘোনা, ভোয়ালিয়া পাড়া, হায়দর পাড়া, মাতবর পাড়া, মাইজ পাড়া, পশ্চিম পাড়া, কোনা পাড়া, কালু ফকির পাড়া, উত্তর পাড়া বসবাসরত জন সাধারন পানি বন্দি রয়েছে। বন্যায় রাস্তা-ঘাট বিলিন হয়ে গেছে। চৌফলদন্ডী-খুরুশকুল সংযুগ সেতুর দু পাশ ক্ষতিগ্রস্থ্য হয়েছে। সাময়িকভাবে স্কুল, মাদ্রাসা বন্ধ রয়েছে। দক্ষিণ রাখাইন পাড়া সরকারি প্রাথকিম বিদ্যালয়, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যায়, আলিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়, সিকদার পাড়া নুরানী মাদ্রাসা, পুকুরিয়া ঘোনা প্রাথমিক বিদ্যালয়ে পানি ডুকেছে। শত শত লোক পরিবার পরিজন নিয়ে অশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। বন্যায় ক্ষতিগ্রস্থ্য লোকের পাশে এসে দাড়ায় বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলম, তিনি ত্রাণ অসহায় গরিব লোকদের মাঝে ত্রাণ বিতরন করেন।